Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৪:২১ পিএম


উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতা ছক্কু মিয়া সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মকর্ত আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় শিশু ছোয়া মনি। শিশুটি এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাদিয়া পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনা সত্য বলে জানান।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!