Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৭:৪৩ পিএম


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে একজন যুবকের মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার নোয়াঐ গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের আরজত আলীর ছেলে মোঃ সুফি মিয়া(৩৫) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে স্থানীয় নোয়াঐ বাজারে নিজের প্রয়োজনে পাশের একটি দোকান থেকে বিদ্যুৎ নিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই অলি উল্লাহ ও এএস আই ওয়াসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

এসএম

Link copied!