Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

সলঙ্গায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৮:৪৯ পিএম


সলঙ্গায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গায় ফুলজোর নদী থেকে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সলঙ্গা থানার বাদুল্লাপুর এলাকায় ফুলজোর নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সলঙ্গা থানার বাদুল্লাপুর এলাকার ফুলজোর নদী অংশে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ হেল্প লাইন ফোন করে খবর দেয় এলাকাবাসী। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না অন্য কোন কারণ। মরদেহটি এখনো শনাক্ত করা যায়নি।

এসএম

Link copied!