Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নড়াইল পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২২, ০৯:০৭ পিএম


নড়াইল পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

যে পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে জিডি করবে তাকে আমি থানায় দেখতে চাইনা" পাশাপাশি আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহয়তা করবেন কারণ পুলিশ সাংবাদিক একই সুতোয় গাথা।

নড়াইলের লোহাগড়া থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এ কথা বলেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে লোহাগড়া থানার হল রুমে থানার নবাগত ওসি মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রাইম জোনের সার্কেল কামরম্নজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া।

এ মতবিনিময় সভায় লোহাগড়ার আইনশৃঙ্খলা নিয়ে আরও বক্তব্য রাখেন সাংবাদিক বিপ্লব  রহমান, মাহফুজুল ইসলাম মন্নু, সরদার রইচ উদ্দিন টিপু  রেজাউল করিম, কাজী আশরাফ, সৈয়দ খায়রুল আলম,ওবায়দুর রহমান ও আজিজুর বিশ্বাস প্রমুখ।

প্রধান আতিথি পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন লোহাগড়ার আইনশৃঙ্খলা বিষয়ে সমস্ত্ম সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এসময় থানার সকল পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!