Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিষেধাজ্ঞা অমান্য

বরগুনায় ইলিশ শিকার, ৭ জেলের কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২২, ০২:২৬ পিএম


বরগুনায় ইলিশ শিকার, ৭ জেলের কারাদণ্ড

বরগুনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৭ জেলেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ডাদেশ দিয়েছেন বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।

দণ্ডপ্রাপ্তরা হলেন, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন, মোশারেফ হোসেন, দেলোয়ার মাতুব্বর, সোলায়মান, বেতাগী উপজেলার দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ইউনুস আলী, পনু মিয়া ও ইমরান হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৬৫০ মিটার কারেন্ট জাল এবং মা ইলিশ সংরক্ষণের ১০০ কেজি বরফ জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের একটি টিম রাত একটার দিকে বিষখালী নদীর কালিকাবাড়ি এলাকায় অভিযান চালায়। 

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের প্রস্তুতিকালে ৩ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৫০ মিটার জাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, রাত সাড়ে চারটার দিকে পায়রা নদীতে অভিযানকালে আরও ৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি বরফ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রসঙ্গত,  ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির ওপর বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে।

টিএইচ

Link copied!