Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৭, ২০২২, ০৮:০৫ পিএম


সিলেটে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট নগরীতে ৩৫ কোটি টাকা ব্যয়ে আম্বরখানা-টুকেরবাজার ৪ লেন সড়কের নির্মান কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

মন্ত্রী শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে চার লেনের এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) এ সড়ক নির্মাণ করছে।

উদ্বোধনকালে মন্ত্রী  বলেন, আম্বরখানা-টুকেরবাজার সড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের কষ্টের কথা জেনে এ সড়কটিকে চার লেনে রূপান্তরিত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। 

৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ সড়কটির কাজ কয়েক মাসের মধ্যে শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। 

এসময় তিনি আরও বলেন- রাস্তার স্থায়িত্ব ধরে রাখতে আমরা আরসিসি ঢালাই দিয়ে এ রাস্তার কাজ করছি। মানসম্মত কাজ  হচ্ছে কিনা সে ব্যাপারে সকলকে নজরদারি করতেও আহ্বান জানান। 

এসময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচ

Link copied!