Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরিশাল বিভাগীয় জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ৮, ২০২২, ০৬:৪৮ পিএম


বরিশাল বিভাগীয় জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার এই প্রতিপাদ্য নিয়ে জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক বলগেট হল রুমে অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেড’র হিউম্যান রিসোসের্স ডিভিশন মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শাখা ব্যবস্থাপকদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি এমডি এন্ড সিইও জনতা ব্যাংক লিমিটেড (বীর মুক্তিযোদ্ধা) মো. আব্দুছ ছালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচাল মো. আব্দুল জব্বার, এফসিএম এএফসি এ মো. নুরুল আলম, চিফ ফিন্যান্সিয়ার্স অফিসার (ডিএমডি) মো. আনোয়ার হুসাইন। সম্মেলনে বরিশাল বিভাগের ৪২টি জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকসহ ৬০ জন কর্মকর্তা সম্মেলনে অংশ গ্রহণ করে।

এসএম

Link copied!