Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নুসরাত ইস্যুতে ফের উত্তপ্ত সোনাগাজী

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২২, ০৮:১৭ পিএম


নুসরাত ইস্যুতে ফের উত্তপ্ত সোনাগাজী

বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ইস্যু ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে ফেনীর সোনাগাজী। শনিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় পৌর শহরের জিরো পয়েন্টে এ মামলার বিচার বিভাগীয় তদন্ত ও পিবিআই প্রধানের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে নুসরাত হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির পরিবার-পরিজন ও স্বজনরাসহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় অনেকতে কাপনের কাপড় গায়ে বেঁধে আহাজারি করতে দেখা যায়।

মানবন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার নুর নবী লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন গণি, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল আরেফিন, সোনাগাজী ৭নং ওয়ার্ড পৌর কমিশনার জামাল উদ্দিন নয়ন, ৪নং ওয়ার্ড পৌর কমিশনার বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মামলাটি বিচার বিভাগীয় তদন্ত ও এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই প্রধান বনজ কুমারের বিচার দাবিতে প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান।

প্রসঙ্গত; ২০১৯ সালে ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালত চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন।

এ মামলার মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলা, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, হাফেজ আব্দুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি, আব্দুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, সোনাগাজী উপজেলা আ.লীগের সাবেক সভাপতি র“হুল আমিন, মহিউদ্দিন শাকিল ও মোহাম্মদ শামীম।

এসএম

Link copied!