শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ
অক্টোবর ১০, ২০২২, ০২:৩৩ পিএম
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ
অক্টোবর ১০, ২০২২, ০২:৩৩ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে এম্বুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজাদুজ্জামান মোল্লা (৪৭) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার (১০ অক্টোবর) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আজাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ থেকে মুরগির বাচ্চা নিয়ে অটোরিকশায় করে পাবনার দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি সরিষাকোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় দুটি যানবাহন দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আজাদুজ্জামান। এ ছাড়া আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
কেএস