নীলফামারী প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২২, ০৭:৩৮ পিএম
নীলফামারী প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২২, ০৭:৩৮ পিএম
৩১ কোটি টাকা দুর্নীতির দায়ে দুদকের দায়ের করা মামলায় জামিন নিতে গিয়ে কারাগারে গেলেন নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু।
সোমবার দুপুরে নীলফামারী জেলা বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল করিরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
দুদকের আইনজীবী কামরুজ্জামান জানান অগ্রণী ব্যাংক ডোমার শাখা থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন মেয়র দানু। যা সুদে আসলে ৩১ কোটি ৩৪ লাখ টাকায় দাঁড়ায়। এ ব্যাপারে চলতি বছরের ২৩ আগস্ট আদালতে মামলা করেন দুদক।
দুদকের আইনজীবী আরো জানান, মেয়র মনছুরুল ইসলাম দানু ঋণের টাকা দিয়ে ব্রিক ফিল্ডের জন্য যন্ত্রপাতি আমদানি করে তা উত্তোলন করেননি। এতে বন্দর কর্তৃপক্ষের ক্ষতি হয়েছে। যার পরিমাণ দাঁড়ায় ৩১ কোটি ৩৪ লাখ।
এসএম