Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

অক্টোবর ১১, ২০২২, ০১:৩১ পিএম


সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ও মেসার্স আলিম ট্রেডার্সের আয়োজনে আতাইকুলা শাখার ব্যবস্থাপক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অগ্রণী ব্যাংক লিমিটেড, সাঁথিয়া বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিনুর রহমান, মহা ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় ঢাকা। উপ মহাব্যবস্থাপক শেখ আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাসান আলী খান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ, আব্দুদ দাইন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা।

আরো উপস্থিত ছিলেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সম্পাদক আব্দুল হাই, সাবেক সম্পাদক আবুল কাসেম, সিনিয়র সাংবাদিক আব্দুস ছাক্তারসহ অনেকে।

এসএম

Link copied!