Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

অক্টোবর ১১, ২০২২, ০৬:৫৬ পিএম


সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

মৃত্যু হওয়া পর্যটক মোহাম্মদ সুমন (৪০) ঢাকার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে মাসুম বিল্লাহ বলেন, সোমবার ঢাকা থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ সুমন। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন আবাসিক হোটেল কল্লোলে উঠেন।

মঙ্গলবার দুপুরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোহাম্মদ সুমন সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সীগাল পয়েন্টে গোসলে নামেন। এসময় স্রোতের টানে ভেসে যান মোহাম্মদ সুমন।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি সুমনের স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মি ও বিচ কর্মিদের অবহিত করেন। তাৎক্ষণিক লাইফগার্ড ও বিচ কর্মিরা জেটস্কির সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে মুমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সুমনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান মো. মাসুম বিল্লাহ।

কেএস 

Link copied!