নেত্রকোনা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২২, ০৮:৪০ পিএম
নেত্রকোনা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২২, ০৮:৪০ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত একটার দিকে পৃথক অভিযানে পৌরশহরের দেওথান ও দক্ষিণ দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক হলেন, পৌরশহরের দেওথান গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (১৮) ও দক্ষিণ দৌলতপুরের মৃত খোরশেদ মিয়ার ছেলে মো. জামাল মিয়া (৩৫)।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গত শনিবার দিবাগত রাতে পৌরশহরের স্টেশন রোডের একটি মনোহারী দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে তেল, সবান, দুধ ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক আবুল মনসুর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে পৌরশহরের দেওথান থেকে প্রথমে রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে দক্ষিণ দৌলতপুর থেকে চুরি যাওয়া মালামাল ও নগদ সাত হাজার ৭০০ টাকাসহ জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুই যুবক মাদকসেবী ও সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। নেশার টাকার জন্য তারা চুরি করে। এ ঘটনায় তাদের নামে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেএস