Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সড়ক দুর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক মাহবুব

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২২, ০৩:১০ পিএম


সড়ক দুর্ঘটনায় নিহত ফটো সাংবাদিক মাহবুব

সড়ক দুর্ঘটনায় বরিশালের বাকেরগঞ্জের ফটো সাংবাদিক মাহবুব শুভ‍‍`র মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বাদ আসর জানাযার নামাজ শেষে তার লাশ দুমকি থানার মৌকরন গ্রামের বাড়িতে দাফন করা হবে। সে বাকেরগঞ্জ রতনা আমিন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুস সোবহানের একমাত্র পুত্র।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যক্তিগত কাজ শেষে ঢাকা থেকে শ্যামলী এন আর পরিবহনে রাত ১১ টায় বাকেরগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে মাদারীপুরের শিবচর নামক স্থানে দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করে।মৃত্যুকালে সে পিতা মাতা স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের রুনসী গ্রামের বাসীন্দা মাহবুব শুভ ব্রাইডাল মেমোরি ইভেন্ট ম্যামেজমেন্টের স্বত্বাধিকারী ও ফটোগ্রাফার ছিলেন। এছাড়াও তিনি বরিশালের একটি স্থানীয় দৈনিকে ফটো সাংবাদিক পদে কর্মরত ছিলেন।

ফটো সাংবাদিক মাহবুব শুভর মৃত্যুতে বাকেরগঞ্জর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কেএস 

Link copied!