Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২২, ০৮:২৮ পিএম


পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবির স্টশন সংলগ লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাট্ট শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটি পর শহরর মুন্সিপাড়ার ডাবলুর কন্যা ঐশী আজজটচক্তার (৫)।

বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড় ৩ টার সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতর চাচা বলেন, ঐশীর বাবা ও দাদা স্টশন চা-পানর দাকান করেন। প্রতিদিন বাড়ি থেকে বাবার দাকান ৩-৪ বার যাওয়া-আসা করে ঐশী। আজকে ও বাবার দাকান থেকে ঐশীর বয়সরে আর ২ জন মাটে ৩ জন বাড়ি যাওয়ার পথে অন্য ২টি শিশু পার হলেও ট্রেনের ধাক্কায় মারা যায়। ঢাকা থেকে ছাড় আসা চিলাহাটি অভিমূখী নীলসাগর আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি স্টশন অতিক্রম করার সময় দুঘটনাটি ঘট।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চদ্র দেব দুর্ঘটনার সতত্যা নিশ্চিত করেন।

কেএস 

Link copied!