Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দোহারে পানির ড্রামে শিশুর মৃত্যু

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২২, ০৮:৪৭ পিএম


দোহারে পানির ড্রামে শিশুর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় পানির ড্রামে পড়ে ইব্রাহিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার আন্তা গ্রামের মো. শাহজাহানের ছেলে।

নিহত ইব্রাহিমের পিতা শাহজাহান জানান, বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। সে সময় আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। ছেলে ইব্রাহিম ড্রামের পানি নিয়ে খেলা করছিল। খেলার সময় একপর্যায়ে ড্রামের ভেতর পড়ে যায় ইব্রাহিম। কিছুক্ষণ পর ইব্রাহিমকে ড্রামের ভেতর ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিলা তাবাসসুম শীথিল জানান, হাসপাতালে আনার প্রায় আধ ঘণ্টা আগেই শিশুটি মারা গেছে। শিশুটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছ।

এসএম

Link copied!