Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতি মূলক সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২২, ০৪:১১ পিএম


শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতি মূলক সভা

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জন্মদিন উপলক্ষে ২ দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, র‌্যালি আলোচনা সভা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!