Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিঠাপুকুরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে পাজেরো গাড়ি

রুবেল হোসাইন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রুবেল হোসাইন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

অক্টোবর ১৩, ২০২২, ০৬:৩৫ পিএম


মিঠাপুকুরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে পাজেরো গাড়ি

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি তেলের পাম্পে অপরিচিত ৩ জন লোক রাতের আঁধারে একটি পাজেরো ব্রান্ডের গাড়ি রেখে চলে যায়। ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও গাড়িটির প্রকৃত মালিকের কোন সন্ধান না পেয়ে বিষয়টি মিঠাপুকুর থানা পুলিশকে অবগত করেন পাম্প কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) খবর পেয়ে উপজেলার মের্সাস রুপালী ফিলিং স্টেশনে আসেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সরেজমিনে দেখা যায়, রংপুর-বগুড়া মহাসড়কের পাশে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন মের্সাস রুপালী ফিলিং স্টেশনের ফাঁকা জায়গায় একটি পাজেরো ব্রান্ডের গাড়ি পড়ে আছে। চট্র মেট্রো- ঘ ১১-০০৯২ নাম্বারের গাড়িটির বাম পাশের পিছনের চাকা দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের বামপাশের চাকায় হাওয়া নেই। এছাড়াও সামনের একটু অংশ হালকা ভাঙা রয়েছে। সামনের গ্লাসের বামদিকে উপরে লায়ন্স ইন্টারন্যাশনাল মেম্বার নামের একটি স্টিকার লাগানো আছে। স্থানীয়রা মনে করছেন গাড়িটি কোন অপরাধের সাথে সংঘটিত হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন গাড়ির মালিক অঢেল সম্পদের মালিক হওয়ায় কোন খোঁজখবর নেই। তবে প্রকৃত ঘটনা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

মের্সাস রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মানিক মিয়া বলেন, গত মাসের ২৯ তারিখ রাত আনুমানিক ৩ টার দিকে গাড়িটি পাম্পের পাশে ফাঁকা জায়গায় রেখে ৩ জন লোক প্রধান সড়কে দিকে যেতে যেতে বলেন, গাড়িটার সমস্যা হয়েছে আমরা সকালে এসে নিয়ে যাব। একথা বলে তারা একটি অটোযোগে রংপুরের উদ্যেশে চলে যায়। তাদের মধ্যে একজনের হাতে একটা ব্রিফকেস ছিল। তারা তাদের কোন পরিচয় দিয়ে যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আবু বক্কর সিদ্দিক বলেন, গাড়ির ভিতরে শুধুমাত্র একটি ব্যাটারী কেনার রশিদ পাওয়া গেছে। এবং একটি ফাঁকা ফরম পাওয়া যায়। ফরমটি সৌদিআরবে লোক পাঠানোর কাজে ব্যবহ্নত একটি ফরম। আমরা হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে গাড়িটা থানায় নিয়ে যাওয়া হবে নাকি হাইওয়ে পুলিশের হেফাজতে থাকবে সিন্ধান্ত নেওয়া হবে।


ইএফ

Link copied!