Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ বগুড়া জেলা পুলিশ

মোহাম্মদ আলী বগুড়া প্রতিনিধি

মোহাম্মদ আলী বগুড়া প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২২, ০৬:৪৯ পিএম


রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ বগুড়া জেলা পুলিশ

সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ ।রাজশাহী রেঞ্জের ২২‍‍` সালের সেপ্টেম্বর মাসে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন,ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ,মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে বগুড়া জেলা পুলিশ আবারো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।এছাড়াও এই জেলা হতে শ্রেষ্ঠ ইন্সপেক্টর তদন্ত ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরও নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বগুড়া জেলা পুলিশকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়। উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন বিপিএম-পিপিএম।

এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বলেন, ২০২১ সালের আগস্ট মাসে বগুড়া জেলার পুলিশ সুপার হিসেবে আমি ছিলাম। যোগদানের পর মাত্র ১৩ মাসে ৯ বার জেলা পুলিশ বগুড়া রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি লাভ করেছে। আমি মনে করি, শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার ফলে বগুড়া জেলা পুলিশ আবারো শ্রেষ্ঠ হয়েছে। জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া‍‍`র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ বলে আমি বিশ্বাস করি।

পরে তাদেরকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম-পিপিএম।

ইএফ

Link copied!