Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

স্বামীর হাতে স্ত্রী খুন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ১৫, ২০২২, ০৫:২০ পিএম


স্বামীর হাতে স্ত্রী খুন

নীলফামারীর জলঢাকায় স্বামীর হাতে মোসলেমা বেগম (৩০) নামে এক গৃহবধূর মুত্যু হয়েছে। এ ঘটনায় মুল হোতা ওই গৃহবধূর স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই মাঝাপাড়া এলাকার নছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেশীবাই মাঝাপাড়া এলাকার ফরহাদ হোসেনের সাথে ৩ সন্তানের জননী মোসলেমা বেগমের প্রায় ঝগড়া লাগতো।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ৬ টার দিকে তাদের ঝগড়া লাগলে ফরহাদ হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে আঘাত করেন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। মোসলেমা বেগমের লাশ জখম অবস্থায় উদ্বার করা হয়েছে বলে জানান, তদন্তকারী অফিসার এস.আই আব্দুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবীর।

কেএস 

Link copied!