Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

পাখির মুক্ত বিচরণের দাবিতে নবীনের ব্যাতিক্রম কর্মসূচি

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

অক্টোবর ১৬, ২০২২, ০২:২১ পিএম


পাখির মুক্ত বিচরণের দাবিতে নবীনের ব্যাতিক্রম কর্মসূচি

পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করণের লক্ষে খাচার ভিতর অবস্থান করে এক ব্যাতিক্রম প্রচারাভিযান চালিয়েছে পাখি প্রেমিক সাইফুল্লাহ নবীন নামের এক ব্যাক্তি।

রোববার (১৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১২ পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে বনের পাখির মুক্ত বিচরণ নিশ্চিত করনের লক্ষে প্রচরাভিযান কর্মসূচি পালন করে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামের বাসিন্দা মৃত্যু ফজলে করিমের পুত্র পাখি প্রেমিক মোঃ সাইফুল্লাহ নবীন (৪৫)।

এসময় সাইফুল্লাহ নবীন দাবীন দাবি জানিয়ে বলেন বন বিভাগ তাদের মত পরিবেশ কর্মীদের সাথে নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করবে এবং যাতে করে বন ও বনের পাখি ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এর পাশাপাশি পাখি যেন মুক্ত আকাশে তাদের মত করে বিচরণ করে উড়ে বেড়াতে পারে তা নিশ্চিত করণের দাবি জানান তিনি।

এসময় শহরের উৎসক বিভিন্ন শ্রেণির মানুষ সাইফুল্লাহ নবীন সড়কের মধ্যে বানানো পাখির খাচার মধ্যে বসে অবস্থান করার দৃশ্য দেখার জন্য ভীড় জমে যায়। এর পূর্বে মোঃ সাইফুল্লাহ খাচাটি নিজ এলাকায় বসে বানিয়ে বরিশালে এ কর্মসূচি পালনের জন্য বহন করে নিয়ে আসে।

কেএস

Link copied!