Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বেনাপোল বন্দরে ট্রাকের চাপায় ভারতীয় ড্রাইভার নিহত

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০৩:২২ পিএম


বেনাপোল বন্দরে ট্রাকের চাপায় ভারতীয় ড্রাইভার নিহত

বেনাপোল স্থল বন্দরে বাংলাদেশি ট্রাকের চাপায় ভারতীয় ট্রাকের চালক শ্যামসুন্দর নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শ্যাম সুন্দর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের তেজীরামের ছেলে। এ ঘটনায় বাংলাদেশের ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালক শিলন হোসেনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শিলন চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ওই ট্রাক চালক বেনাপোল বন্দরের ভিতরে ট্রাক রেখে বাইরে রাস্তার ধার দিয়ে হাঁটছিলো। এ সময়ে বাংলাদেশি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মাথা ছিন্ন বিচ্ছন্ন হয়ে মৃত্যু হয়। আশপাশের লোকজন বেনাপোল থানা পুলিশকে খবর দিলে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে ডসয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া বলেন, ট্রাক চাপায় ঘটনাস্থলে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হই।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এবং নিহতর পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

এসএম

Link copied!