Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদাবাজির মামলায় সুমন মীর গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০৬:১৭ পিএম


চাঁদাবাজির মামলায় সুমন মীর গ্রেপ্তার

আশুলিয়ায় চাঁদাবাজী মামলায় ইন্টারনেট ব্যবসায়ী সুমন মীর সহ দুই জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার মূখ্য আদালতে তাদের পাঠানো হয়েছে।

এরআগে, শনিবার (১৫ অক্টোবর) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে।  

গ্রেপ্তার আসামিরা হলো- আশুলিয়া জামগড়া এলাকার তমিজউদদীন মীরের ছেলে সুমন মীর (৩২) ও একই এলাকার আপহাজ আলীর ছেলে শাহিন আলম (২৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, গত ১৫ অক্টোবর আশুলিয়া থানায় মারধর ও চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগী মারুফ আলম ভূইয়া।

পরে গতকাল রাতে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন মীর ও শাহিন আলমকে আটক করা হয়। আজ দুপুরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এআই

Link copied!