Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৬, ২০২২, ০৭:৩৮ পিএম


ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

গ্রাহকের লেনদেন সহজ করতে ময়মনসিংহের ত্রিশালে রূপালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ এটিএম বুথের ভার্চুয়ালী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক।

রুপালী ব্যাংক ময়মনসিংহের বিভাগীয় প্রধান মাসুদা আক্তারের সভাপতিত্বে ও ময়মনসিংহের জোনাল ম্যানেজার শাহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, দরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাসিম আহম্মেদ প্রমুখ।

রূপালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের লেনদেনের সহজ সুবিধার জন্য কর্তৃপক্ষ এই এটিএম বুথ স্থাপন করেছেন। যার মাধ্যমে আমাদের গ্রাহকগণ সেবার দিক থেকে আরো একধাপ এগিয়ে গেল।

এসএম

Link copied!