অক্টোবর ১৭, ২০২২, ১১:১৬ এএম
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান।
রোববার (১৬ অক্টোবর) ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে উদ্বোধনের মধ্য দিয়ে কোর্সটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার ও ট্যুরিজম বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ট্যুরিস্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেল, "বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা পালন করবে"।
তিনি বলেন, এই প্রশিক্ষণ দক্ষতা, পেশাদারিত্ব, সহানুভূতিশীল আচরণ ও মনোবল বৃদ্ধি করবে। আগামীতেও এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
পরে কক্সবাজার রিজিয়নের পক্ষ হতে অতিরিক্ত আইজিপিকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
টিএইচ