Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০২:৪১ পিএম


চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ উপলক্ষে সকল ভোট কেন্দ্রের ভোটগ্রহণ সরজমিনে পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন।

এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, ডিডি এনএসআই এবং জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেলকে প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীকে ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম চশমা প্রতীকে।

Link copied!