Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০৩:১৭ পিএম


কুড়িগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী

কুড়িগ্রামে সোমবার সুষ্ঠুভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদ বাদে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলার ৯ উপজেলা নিয়ে গঠিত ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন। নির্বাচনে ৯টি উপজেলা পরিষদ, ৩টি পৌরসভা এবং ৭৩ টি ইউনিয়নের মেয়র, চেয়ারম্যান, সদস্যসহ মোট ১ হাজার ১৩ জন ভোটার ছিলেন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে। ভোট চলাকালীন সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

এমএম

Link copied!