Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নান্দাইলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বাহার নির্বাচিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০৫:১৪ পিএম


নান্দাইলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বাহার নির্বাচিত

ময়মনসিংহের নান্দাইলে জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসাবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক বাহার।

সোমবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড নান্দাইল উপজেলা এলাকা থেকে মোট ১৮৫ ভোটের মধ্যে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ব্যক্তি আবু বক্কর সিদ্দিক বাহার।

উক্ত সদস্য পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছিলেন। অপর দুই প্রার্থী আওয়ামী লীগ নেতা প্রভাষক খায়ছারুল আলম ফকির ৫৭ ও  আবু নাঈম ভুইয়া ফারুক ৩৪ ভোট পেয়েছেন। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নান্দাইল উপজেলা পরিষদের প্রশাসনিক হল রুমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটাদের শতভাগ উপস্থিতেতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়।

নির্বাচিত জেলা পরিষদ সদস্য উপজেলা যুবলীগে সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার বলেন, আমি জনগণের কল্যাণে পাশে ছিলাম বলেই জনগণের সমর্থনে আবারও আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি। আমি আশা করি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা নান্দাইলে অব্যাহত থাকবে।

এআই

Link copied!