Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হলেন মনোয়ারা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০৫:৩৪ পিএম


ফুলবাড়ীতে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য হলেন মনোয়ারা

কুড়িগ্রামে ফুলবাড়ীতে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি বুথে পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৮১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে দুইটা ৫ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের সহধর্মনি মোছা. মনোয়ারা বেগম (হাতি) ৪৭টি ভোট পেয়ে জয় লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম মণ্ডল বুলবুল (তালা) পেয়েছেন ৩৪ ভোট পেয়েছেন। (১, ২, ৩ ওয়ার্ডের)  সংরক্ষিত ১ মহিলা সদস্য তিনজনের মধ্যে মাসুমা ডেইজি (হরিণ) ৩৩, লাভলী বেগম (মাইক) ৩০, মিনারা বেগম (ফুটবল) ১৮টি ভোট পেয়েছেন।

নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী ফুলবাড়ী উপজেলায় সবার ৫৫ বেশি ভোট পেয়ে ১৯৩ ভোটে মাসুমা ডেইজি হরিণ প্রতীকে মহিলা সংরক্ষিত সদস্য নির্বাচিত হন।

এসএম

Link copied!