Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে পাহাড়ের কৃতি পাঁচ ফুটবল কন্যা ও সহকারি কোচকে সংবর্ধনা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০৮:০০ পিএম


খাগড়াছড়িতে পাহাড়ের কৃতি পাঁচ ফুটবল কন্যা ও সহকারি কোচকে সংবর্ধনা

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২  জয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি ফুটবলার আনাই-আনুচিং-মনিকা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমা এবং রাঙ্গামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করেছেন পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কোট বিল্ডিং থেকে সুসজ্জিত ছাদ খোলা গাড়ি করে  শোভা যাত্রাসহ খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদে পৌঁছালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাফজয়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল মে: সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি বিজিবি সেক্টরের লে.কর্ণেল মো: হাফিজ, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো: জাহিদ হাসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কে এম এইচ ইয়াসির আরাফাত,  জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয়  শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পাহাড়ে নারী ফুটবল খোলোয়াডরা যে গৌরব  অর্জন করেছে আমরা সবাই গর্বিত উচ্ছুসিত। তারা এ জেলার  তথা বাংলাদেশের উজ্জল নক্ষত্র তোমরাই করেছো বাংলাদেশকে গর্বিত, তোমাদের যেকোন প্রয়োজনে আমরা সব সময় পাশে আছি।

সংবর্ধনা শেষে পাহাড়ের পাঁচ কৃতি ফুটবল খেলোয়াড় ও সহকারী কোচ প্রত্যেককে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি খোলোয়াড়কে ক্রেস্ট ও দুই লাখ এক হাজার টাকার চেক তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

কেএস 

Link copied!