Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাঙ্গামাটি জেলা পরিষদের প্রস্তুতিমূলক সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

অক্টোবর ১৭, ২০২২, ০৮:৩৯ পিএম


রাঙ্গামাটি জেলা পরিষদের প্রস্তুতিমূলক সভা

রাঙ্গামাটির রাজবন বিহারে আগামী ০৩-০৪ নভেম্বর ২০২২খ্রিঃ ৪৯তম কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার, রাঙ্গামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, রাঙ্গামাটি সরকারী কলেজের সহকারী প্রভাষক অনোমদর্শী দেওয়ান, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি দীপক খীসা, রাজবন বিহার পরিচালনা কমিটির সহ সভাপতি নিরুপা দেওয়ান, সাধারণ সম্পাদক অমিয় খীসা, সিভিল সার্জন কার্যালয়ের খোকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, কোতয়ালী থানার ওসি মোঃ কবির হোসেন, এনএসআই এর সহকারি পরিচালক মোঃ রেজওয়ানুল হক, পিডিবির সহকারি প্রকৌশলী মোঃ আদিল উজ জামান, জনস্বাস্থ্য বিভাগ এর নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, বিজিবি রাঙ্গামাটির মোঃ ফরিদুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, সড়ক বিভাগের উপসহকারি প্রকৌশলী দিপন চাকমা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ দিদারুল আলম, রাজবন বিহার পরিচালনা কমিটির সদস্য নিশীত বরন তালুকদার, এফপিএবির সমন্বয়কারি রিপন চাকমা ও জেলা রোভার স্কাউট এর মোঃ নুরুল আবছার।

সভায় বিগত বছরের কার্যবিবরণী পর্যালোচনা এবং উত্থাপিত বিভিন্ন বিষয়ে আলোচনার পর আগামী ০৩-০৪ নভেম্বর ২০২২ খ্রিঃ ঐতিহ্যবাহী মহান দানোত্তম কঠিন চীবর দান মহাসমারোহে গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে রাজবন বিহার পরিচালনা কমিটির অনুষ্ঠানসূচি মোতাবেক কঠিন চীবর দানোৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

কেএস 

Link copied!