Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫,

নানা আয়োজনে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

অক্টোবর ১৮, ২০২২, ০৪:০৩ পিএম


নানা আয়োজনে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে শেখ রাসেল দিবস

চুয়াডাঙ্গায়া মঙ্গলবারে (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়।

শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, জনাব জাহাঙ্গীর আলম মালিক, মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা, প্রফেসর জনাব আজিজুর রহমান, অধ্যক্ষ, সরকারি আদর্শ মহিলা কলেজ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। পরবর্তীতে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেএস 

Link copied!