Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২২, ০৪:৫০ পিএম


মাটিরাঙ্গায় শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে  শেখ রাসেল স্কুল অব ফিউচার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন পর পরই মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ‍‍`শেখ রাসেল  স্কুল অব ফিউচার‍‍`র শুভ উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প ২ পর্যায়ের বাস্তবায়নে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব‍‍`র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর মেয়র মো:শামছুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খায়রুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:  ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান খান, সাবেক খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো:রইচ উদ্দিন, পৌর আ.লীগের সাধারন সম্পাদক মো: আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার সহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১১ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ছোট শিশু রাসেল। পৃথিবীতে যুগে যুগে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু এমন নির্মম, নিষ্ঠুর এবং পৈশাচিক হত্যাকাণ্ড বিরল।

তিনি বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো আজ জাতির নেতৃত্ব দিতেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতেন। কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতকচক্র সে সুযোগ কেড়ে নিয়েছে।

আলোচনা সভাশেষে, শেখ রাসেল দিবসে চিত্রাংকন ও রচনা প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

কেএস 

Link copied!