Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

দোহারে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলে আটক

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহার (ঢাকা) প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২২, ০৭:৩৫ পিএম


দোহারে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলে আটক

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় একলক্ষ মিটার  কারেন্ট জালসহ প্রায় ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।

মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা মোসাঃ লুৎফুন্নাহার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, আমরা পাঁচজন জেলেকে আটক করেছি ইলিশ মাছ ধরার অপরাধে। পরে জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা জুলহাস শেখ, মুসলেম, তোতা বেপারি, আ. কাদের নামে চারজনকে সাত দিনের জেল ও ছকেল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এসএম

Link copied!