Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বান্দরবানে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৪:০৫ পিএম


বান্দরবানে বন্যহাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে জানান, তার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৫২) কুমিল্লা জেলা চৌদ্দ গ্রাম উপজেলা উত্তর কৈয়া গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) কর্মরত ছিলেন।

ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বলেন, বিজিবির একটি টহল দলের সঙ্গে অভিযানে যান আব্দুল মান্নান। পথে বন্য হাতির দল তাদের সামনে পড়ে যায়। এ সময় বাকিরা পালিয়ে বাঁচতে পারলেও একটি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত বিজিবি সদস্য তৌহিদুল ইসলামকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই ফকরুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম হওয়ায় বিজিবি সদস্যের লাশ উদ্ধার করতে দেরি হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রজাউলের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

 

Link copied!