Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আমার সংবাদে সংবাদ প্রকাশের পর

দুপুর দেড়টায় স্কুল ছুটি, সেই প্রধান শিক্ষককে নোটিশ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৪:২৭ পিএম


দুপুর দেড়টায় স্কুল ছুটি, সেই প্রধান শিক্ষককে নোটিশ

নীলফামারীর জলঢাকায় দুপুর দেড়টায় স্কুল ছুটি দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে।

গত ১৮ অক্টোবর দৈনিক আমার সংবাদ পত্রিকায় ‘দুপুর দেড়টায় স্কুল ছুটি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বুধবার (১৯ অক্টোবর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক স্বাক্ষরিত একটি চিঠি গাবরোল তহশিলদার পাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তহিদুল ইসলামের নিকট প্রদান করা হয়। আগামী ৩ কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে ওই চিঠিতে।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টায় ওই স্কুলে গিয়ে দেখা যায়,স্কুলে সব শ্রেণী কক্ষে তালা, নেই জাতীয় পতাকা, অফিস সহায়ক রাজু ব্যতিত নেই কোন শিক্ষক। শুধু খোলা রয়েছে প্রধান শিক্ষকের অফিস কক্ষ। কেউ না থাকার কারনে প্রধান শিক্ষকের অফিস কক্ষে একা বসে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পড়ে শোনার সাউন্ড বক্সে আপন মনে গান শুনছেন অফিস সহায়ক।

এ সময়  অফিস সহায়ক রাজুর কাছে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুপুর দেড়টা বাজে আমাদের স্কুল ছুটি হয়েছে,স্যারেরা বাড়ি চলে গিয়েছে,আর আসবে না। আর হেড স্যার সকাল থেকে আসেননি, তার অপেক্ষায় বসে আছি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!