Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের ১৬ দালাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৬:০১ পিএম


নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের ১৬ দালাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের ১৬ দালাল চক্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় তাদের কাছ থেকে নকল সীল, বিপুল পরিমান পাসপোর্ট, নগদ টাকা ও দলিল জব্দ করে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু।

এ সময় তিনি বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে অসহায় নিরীহ মানুষের কাছ থেকে রাজস্ব থেকেও কয়েক গুন বেশী টাকা হাতিয়ে নিতো। এরা পুলিশ, ব্যাংক ও বিভিন্ন দপ্তরের সীল ও স্বাক্ষর এবং সীল নকল করে স্টাম্পের মাধ্যমে পাসপোর্ট তৈরি কার্যক্রম পরিচালনা করতো। পরে গোপন সংবাদের ভিওিত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্হা নেওয়া হচ্ছে।

কেএস

Link copied!