Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী ‍‍`সততা স্টোর‍‍` উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৬:৩২ পিএম


রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী ‍‍`সততা স্টোর‍‍` উদ্বোধন

"সততাই সর্বোৎকৃষ্ট পন্থা" এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের সততা শেখাতে রাঙ্গামাটি পাবলিক কলেজের ব্যতিক্রমী ‍‍`সততা স্টোর‍‍` উদ্বোধন করা হয়েছে। যা থাকবে না কোনও বিক্রেতা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় শহরের আসামবস্তি নারিকেল বাগানে অবস্থিত রাঙ্গামাটি পাবলিক কলেজে এ স্টোর উদ্বোধন করা হয়। এর আগে কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আল মামুন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, রাঙ্গামাটির দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফারহাদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরা।

বক্তারা বলেন, কলেজ পর্যায়ে সততা স্টোর নেই তবুও আমাদের এটাই ব্যতিক্রমী উদ্যোগ। আমাদের শিক্ষার্থীরা যাতে সততার পরিচয় দেয় সেজন্যে মূলত রাঙ্গামাটি পাবলিক কলেজে সততা স্টোর স্থাপন করা হয়েছে। সততা স্টোর কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, অল্প মূল্যে ছোট ছোট জিনিস দিয়ে শিক্ষার্থীদের সততার চর্চা, মূল্যবোধের চর্চা, নৈতিকতার চর্চা এবং সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা। সততা স্টোরে শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্যে দাম লেখা থাকবে, যা কোনো বিক্রেতা থাকবে না। এভাবে শিক্ষার্থীরা সততার পরিচয় দেবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

কেএস 

Link copied!