Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালকিনিতে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৮:০২ পিএম


কালকিনিতে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বালুবাহী অবৈধ ট্রলির চাঁপায় মো. সামিউল ইসলাম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু সামিউল উপজেলার এনায়েতনগর এলাকার মৌলভীকান্দি গ্রামের কালু সিকদারের ছেলে। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রলি চালকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন নিহত শিশু সামিউলের পরিবার।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু সামিউল তার বাড়ির পাশের রাস্তায় একা খেলতে ছিল। এসময় বালুবাহি একটি ট্রলি এসে পেছন থেকে তাকে চাপা দেয়। এতে শিশু সামিউল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহত শিশুর স্বজন মাইনুল জানান, শিশু সামিউলকে অবৈধভাবে একটি ট্রলি চাপা দিয়ে মেরে ফেলেছে। আমরা ওই চালকের বিচার চাই।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন জানান, শিশু সামিউলের ট্রলির চাপায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!