Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারা উপজেলা এল জি ডি অফিসের চার কর্মচারীর বিদায় অনুষ্ঠান

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২২, ০৯:৩৪ পিএম


ভেড়ামারা উপজেলা এল জি ডি  অফিসের চার কর্মচারীর বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার এল জি ডি অফিসের ৪ কর্মচারীর বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) ভেড়ামারা এলজিডি অফিস রুমে উপজেলা আনুষ্ঠানিক ভাবে চাকরি কলিন অবসরে যায় তারা হলেন ( ১) হারুনার রশিদ কার্য সহকারী ( ২) শওকত ইসলাম কার্য সহকারী (৩) আছান আলী (৪)শাহাজান আলী নিরাপত্তা প্রহরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা প্রকৌশলী আবুল হাশেম। আরো উপস্থিত সোনালী মন্ডল উপ সহকরী প্রকৌশলী, এল জি ডি;  মিলন রহমান উপ সহকারী এল জি ডি, আহসান উল্লাহ নকশাকারী, আব্দুল হামিদ রতন কার্য সহকারী, রেফেজান সুলতানা হিসাব রক্ষক এল জি ডি, রহিমা খাতুন অফিস সহকারী, উম্মে ছালমা সি ও, এল জি ডি।

কেএস 

Link copied!