Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় চালককে হত্যা করে অটো ছিনতাই

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২২, ১২:১৫ পিএম


ভালুকায় চালককে হত্যা করে অটো ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় চালককে হত্যা করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নিহত অটো চালক মোফাজ্জলের লাশটি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলী এলাকার সানমেন বারডেম ফার্মার সামনে রাস্তার পশ্চিম পাশে উপজেলার হবিরবাড়ী আমতলী কামিনীভিটা গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ মোফাজ্জল (২৬)’র লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজনেরা জানান, দুই সন্তানের জনক মোফাজ্জল বুধবার সন্ধ্যা ৭টার দিকে অটো রিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সকালে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করার জন্য মোফাজ্জলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। পোষ্টমর্টেম রির্পোট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।  

কেএস 

Link copied!