Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পাগলা থানার অভিযানে জুয়ারি ও মাদক কারবারি গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২২, ০৬:১৪ পিএম


পাগলা থানার অভিযানে জুয়ারি ও মাদক কারবারি গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৪ জুয়ারি ও ১ মাদক ব্যবসায়ি কে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার হলেন, জুয়াড়ি রহিত (৫০), মকবুল (৪০), সোহাগ (২৫), বাবুল (২৭) ও মাদক কারবারি দিপু (২৮)।

জানা যায়, উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় পাহারাদার নিয়োজিত করে জোয়ার আসর বসিয়ে ছিল জুয়ার সম্রাট আব্দুর রহিত। বুধবার রাতে আসর চলাকালে পুলিশের একটি দল কৌশলে অভিযান পরিচালনা করে জুয়াড়ি রহিতসহ মকবুল, সোহাগ, বাবুল নামে ৪ জুয়ারিকে গ্রেপ্তার করে। এসময় আসর তছনছ ও জোয়ার উপকরণ জব্দ করে। এছাড়াও অপর অভিযানে মাদক কারবারি দিপু কে আটক করে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, জয়ারিদের জুয়া আইনে ও মাদক কারবারিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।

কেএস 

Link copied!