Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গাতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২২, ১২:১৩ পিএম


মাটিরাঙ্গাতে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধীনস্থ  অযোধ্যা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধীনস্থ অযোধ্যা বিওপি হতে নায়েক সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২২২৬/৪-আরবি এলাকায় টহল পরিচালনা করে বর্ণিত সীমান্ত পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তরুনীপাড়া তেঁতুলগাছ নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ১৬ বস্তা ভারতীয় অবৈধ মালামাল আটক করে।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন বিভিন্ন প্রকারের সর্বমোট ৭১টি ভারতীয় শাড়ি এবং ২৯৭টি ভারতীয় থ্রিপিসের সিজার মূল্য ২১ লাখ ৩৮ হাজার টাকা।

উল্লেখ্য, বিজিবি কর্তৃক আটককৃত মালামাল সদর দপ্তর বিজিবির নির্দেশনা মোতাবেক অমোচনীয় কালি দ্বারা “ত্রাণ কাজে ব্যবহৃত, বিক্রয়ের জন্য নহে” সিল ব্যবহার করে সীতাকুন্ড কাস্টম অফিসের মাধ্যমে যথাযথ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন। 

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্নেল সোহেল আহমেদ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযানে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

টিএইচ

Link copied!