Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আদালত চত্বর থেকে পালানো আসামি ফের গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২২, ০৬:৩৩ পিএম


আদালত চত্বর থেকে পালানো আসামি ফের গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া ডাকাতি, দস্যুতা, চুরি, খুন সহ দেড় ডজন মামলার আসামি আজিজুল শেখ ওরফে আশিকুলকে ফের গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

গত রোববার দেড় ডজন মামলার এই আসামিকে আদালতে তোলার জন্য আনা হলে কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় আশিকুল।

এ ঘটনায় ওইদিনই তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির। মামলা নং-১৪।

মামলার সূত্র ধরে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের তত্ত্বাবধায়নে এবং সার্বিক নির্দেশনায় পলাতক আশিককে গ্রেপ্তারে মাঠে নামে জেলা ডিবির একাধিক টিম। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আশিককে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করে ডিবির সদস্যরা।

পুলিশ জানায়, আশিক গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার গুচ্ছগ্রামের (আশ্রয়কেন্দ্রের ঘর নং- ২২) মৃত ফজলে শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪ টি মামলা রয়েছে।

 

Link copied!