Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বেলকুচিতে ৭ দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২২, ০৩:৩৫ পিএম


বেলকুচিতে ৭ দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালিত

সিরাজগঞ্জের বেলকুচিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখা।

শনিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

দাবিগুলো হলো- বৈষম্য বিলুপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, আর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

গণ অনশনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সহ-সভাপতি বিমল কুমার, সাধারণ সম্পাদক রনি মিত্র, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সরকার, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রমানিকসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

কেএস 

Link copied!