Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২২, ০৬:০৪ পিএম


উলিপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে মাসুদ রানা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বকসী কামারটারী গ্রামে।

জানা গেছে, বকসী কামারটারী গ্রামের আইয়ুব আলীর পুত্র মাসুদ রানা তার শশুর বাড়ী পার্শ্ববর্তী ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর পাঁচপাড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরৎ আসে। আসার পর থেকে সে চুপচাপ ছিল। সে রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পরে।

পরদিন শনিবার (২২ অক্টোবর) অনেক বেলা পর্যন্ত তার কোন সাঁড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পরিবারের লোকজন মরদেহটি শয়ন কক্ষের ধড়ণা থেকে উদ্ধার করে নিচে নামায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বশুর বাড়ীতে বাক-বিতন্ডার পর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে মাসুদ রানা।

এ ব্যাপারে উলিপুর  থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএস 

Link copied!