Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বোরহানউদ্দিনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বোরহানউদ্দিন প্রতিনিধি

বোরহানউদ্দিন প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২২, ০৭:৫৯ পিএম


বোরহানউদ্দিনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হাকিমুদ্দিন বাজার সংলগ্ন বন্ধর বাড়ির জাহিদুলের স্ত্রী তানিয়া (২৬) নামক গৃহবধূ গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টায় তার স্বামী জাহিদুলের বসত ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে এসে ওই গৃহবধূর লাশ বোরহানউদ্দিন থানায় নিয়ে আসেন। তবে হত্যা নাকি আত্মাহত্যা বিষয়টি তদন্ত করছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

স্থানীয়রা জানান, গত ১ মাস আগে তাদের বিবাহ হয়।  তারা উভয়ই দ্বীতিয় বিয়ে করেন। ওই গৃহবধুর প্রথম স্বামীর ঘরের একটি ৪ বছরের সন্তান আছে। সেই সন্তান ওই গৃহবধূর বাবার বাড়ি দেউলা ৩ নং ওয়ার্ডের তার বাবা মোস্তফা গুরানীর বাড়ীতে  থাকে। সেখানে ওই সন্তান অসুস্থ্য হওয়ায় বাবার বাড়ি যেতে চায় ওই গৃহবধূ। বাবার বাড়ী যেতে না দেওয়ায় শনিবার সকালে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। পরে তিনি গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!