Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ২২, ২০২২, ০৮:০০ পিএম


টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের দক্ষিন থানা পাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক(৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে সম্রাট মিয়া (৩৪), বেপাড়ী পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হ্দয় (৩০), সদর উপজেলার যুগনী গ্রামের খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে মো.লেলিন মন্ডল (২৬)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশদল জানতে পারে  শহরের দক্ষিন কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের বাসার সামনে খালি জায়গায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ছালাম মিয়া জানান, শুক্রবার রাতে শহরের কলেজপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সদর থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) শুভ্র সাহা বাদি গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত রফিকের নামে ১১ টি, সম্রাটের নামে ৮টি, ইউসুফের নামে ১১টি, আবিদ হাসানের নামে ৭টি ও লেলিনের নামে ২টি বিভিন্ন ধরণের মামলা রয়েছে।

কেএস 

Link copied!