Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সানিকে সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২২, ০২:৫২ পিএম


মির্জাপুরে আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সানিকে সংবর্ধনা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় রাফিউর রহমান খান ইউসুফজাই সানিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার পেকুয়া এলাকায় ৪ ইউনিয়নের যথাক্রমে বাঁশতৈল, আজগানা, লতিফপুর ও তরফপুর ইউনিয়নের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহিন আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাফিউর রহমান খান ইউসুফজাই সানি বলেন, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মির্জাপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করতে চাই। বিশেষ করে দলের অবহেলিত, অভিমানে দূরে সরে যাওয়া, নিবেদিত প্রাণ নেতাকর্মীদের ফিরিয়ে আনতে আমি সচেষ্ট থাকবো। দলের কাছে এলাকাবাসীর যে প্রত্যাশা, তা পূরণের জন্য ভবিষ্যতেও কাজ করবো। সামনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য দলীয় ঐক্য জরুরী। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আ.লীগের সভাপতি- সম্পাদক, ভাইস চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে ও দলনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অটুট রাখতে আমাদের ঐকান্তিকভাবে কাজ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার, আনাইতারা ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লেমিনুর রহমান খান ইউসুফজাই রচি, লতিফপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসমত আলীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেএস 
 

Link copied!