Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২২, ০৬:২২ পিএম


চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

রোববার (২৩ অক্টোবর) সকালে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত অক্টোবর-২০২২ মাসের কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুিলশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুলিশ হাসপাতালের ডাক্তার, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্স, ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যরা।

পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের বিভিন্ন বিষয়ের আলোকে বলা বক্তব্য শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা-ক্যাম্প-ফাঁড়িতে দৈনন্দিন ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন।

সভা শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৫২ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং প্রাইজবন্ড ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এবি

Link copied!